গত ২০ জুন, ২০১৮ সন্ধ্যা অনুমান ১৯.৩০ টায় অজ্ঞতনামা পুরুষ (৩৮) কে সবুজবাগ থানাধীন গ্রীন মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ই-ব্লকের রাস্তার পাশে শিশু গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তার উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, চুলের রং কালো, মুখমন্ডল গোলাকার, পরনে চেক লুঙ্গি ও গায়ে আকাশী কালারের শার্ট ছিল। পায়ে ছিল এক জোড়া রাবারের স্যান্ডেল। তার কাছে একটি প্লাস্টিকের ব্যান্ড, একটি সাদা নিকেলের চেইন ও তিনটি চাবি সহ একটি রিং পাওয়া গেছে।
গত ২০ জুন, ২০১৮ এ সংক্রান্তে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
উক্ত অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির সন্ধান পাওয়া গেলে সবুজবাগ থানাকে (ওসি-০১৭১৩-৩৭৩১৫৩) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।