একজন অজ্ঞাতনামা মৃত পুরুষের পরিচয় খুঁজছে পুলিশ। ক্যান্টমেন্ট থানা সূত্রে জানানো হয়, গত ৭ ডিসেম্বর, ২০১৭ অত্র থানার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেইন গেটের পাশে পানির পাম্পের পেছনে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহট পায়। যার অনেকটাই পঁচা গলা। উক্ত দেহটি আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। মাথার চুল কালো। মুখে সাদা খোচা খোচা দাঁড়ি।
আশ-পাশ এলাকায় মাইকিং করেও তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গত ৭ ডিসেম্বর, ২০১৭ ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে যার নম্বর ৪/১৭।
যদি কোন সহৃয়বান ব্যক্তি এই পুরুষকে সনাক্তকরতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ থানা বা ডিএমপি মিডিয়া (01713-398757) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।