ডিএমপি নিউজঃ অজ্ঞাতনামা এক মৃত পুরুষের পরিচয় খুঁজছে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশ। মৃত পুরুষের আনুমানিক বয়স ৩৫ বছর।
গত ২৩ এপ্রিল ২০২১ রাত ০১:০০ টায় আনোয়ারা থানার ০৩ নং রায়পুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সাত্তার মাঝির ঘাট বেড়িবাধ এলাকার সাগরপাড়ে লাশটি পাওয়া যায়।
এ সংক্রান্তে চট্টগ্রাম জেলার আনোয়ার থানার অপমৃত্যু মামলা নম্বর-০৩, তারিখ-২২/০৪/২০২১ইং রুজু হয়।
ছবিতে প্রদর্শিত মৃত পুরুষের ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে অফিসার ইনচার্জ আনোয়ারা থানা (০১৩২০-১০৭৮৩৪) এবং তদন্তকারী অফিসার এসআই আরাফাত বিন ইউসুফের (০১৬৭২-৬৭২৫৫১) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।