ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এক অজ্ঞাতনামা মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃতদেহের পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ মে ২০২২) সকাল অনুমান ৬টায় যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ি জিয়া সরণি রোড এলাকার প্রতিবাদী ক্লাব সংলগ্ন ক্যানেলের পার থেকে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং-১০০, তারিখ-২৪ মে ২০২২ খ্রিঃ।
ছবিতে প্রদর্শিত মৃতদেহের সাথে থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫০৯) অথবা ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৫১৬) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।