ডিএমপি নিউজ: অজ্ঞাতনামা এক মৃত ব্যক্তির পরিচয় জানা প্রয়োজন। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। গত ২১ জানুয়ারি, ২০১৯ তারিখ বিকাল ১৬:০০ টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইলের একটি ছন ক্ষেতে মৃত(পুরুষ) ব্যক্তির লাশ পায় যাত্রাবাড়ী থানা পুলিশ।
মৃতদেহের মাথার চুল উঠে পাশে পড়ে ছিল। শরীরের মাংস শুকিয়ে মমির মত হয়ে গায়ের সাথে মিশে যায়। অধিক পঁচনের কারণে মৃতদেহের গায়ে বাহ্যিক কোন আঘাত পাওয়া যায়নি। মৃতদেহের গায়ে একটি পুরাতণ স্যান্ডো গেঞ্জি ও ফুল হাতা খাকি রঙের টি-শার্ট এবং শরীরের উপর একটি পুরাতণ চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে থানা পুলিশ।
এ সংক্রান্তে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে যার নম্বর- ৭৫, তারিখ-২২/১/২০১৮ইং। ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি দেখে কেউ শনাক্ত করতে পারলে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা (01713-373146) অথবা ডিএমপি মিডিয়া (01713-398757) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।