২৩ এপ্রিল, ২০১৯ বেলা ১৩.০০ টায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি যার বয়স অনুমান ৬২ বছরকে ডেমরা থানার স্টাফ কোয়াটার রামপুরা রোডের কেয়া প্যাকেজিং ইন্ড্রাষ্ট্রিজ এর পিছনে নড়াইবাগ ইসলামীয়া মাদ্রসার বরাদ্ধকৃত খালি জায়গা হতে অজ্ঞান অবস্থায় পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার পূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উক্ত অজ্ঞাতনামা পুরুষকে মৃত বলে ঘোষনা করেন। এখনও পর্যন্ত উক্ত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নাই। উক্ত মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রক্ষিত আছে।
অজ্ঞাত নামা মৃতের বয়স অনুমান ৬২ বছর, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কাচা পাকা এবং লম্বা অনুমান ০.৫ ইঞ্চি, কাচা পাকা দাড়ি লম্বা অনুমান ৪ ইঞ্চি, মাথার সামনে অংশ টাক, ভিকটিমের পরনে সাদা ও আকাশি কালার রংয়ের ফুলহাতা শার্ট, শার্টের ভিতরে গোলগলা সাদা গেঞ্জি। তাহার পরনে কালো রংয়ের প্যান্ট।
এ সংক্রান্তে ডিএমপি’র ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১২৯৯, তারিখ-২৩/০৪/২০১৯খ্রি.।
যদি কোন সহৃদবান ছবিতে প্রদর্শিত ব্যক্তিকে চিনে বা জেনে থাকলে ডিউটি অফিসার ডেমরা থানা(০১৭৬৯-৬৯১৭২৮) অথবা ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।