ডিএমপি নিউজ: অজ্ঞাতনামা এক মৃত ব্যক্তির পরিচয় জানা প্রয়োজন। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর।
গত ০১ এপ্রিল, ২০১৮ রাত ২৩.১০ টায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি যার বয়স অনুমান ৬০ বছর শাহআলী থানার শাহআলী মাজার শরীফের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে অজ্ঞাতনামা পথচারী উদ্ধার পূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
০২ এপ্রিল, ২০১৮ রাত ১৯.৫৯ টায় উক্ত অজ্ঞাতনামা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সংক্রান্তে ডিএমপি’র শাহআলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নম্বর- ০৩/১৮, তারিখ-০৩/০৪/২০১৮ইং।
গত ১৫ মে ২০১৯ ডা. সোহেল মাহমুদ, বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়না তদন্ত রিপোর্ট এবং ভিসারা রিপোর্টে অজ্ঞাতনামা ব্যক্তির মাথায় আঘাত জনিত কারনে মৃত্যু হয়েছে মর্মে উল্লেখ করায় শাহআলী থানায় হত্যা মামলা হয়েছে যার নং ০২, তারিখ- ০২/০৬-২০১৯।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে অফিসার ইনচার্জ শাহআলী থানা (01713-373192) অথবা ডিএমপি মিডিয়া (01713-398757) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।