ডিএমপি নিউজ: হাজারীবাগ থানার কোম্পানীঘাট বেড়িবাধ এলাকায় গত ২ জানুয়ারি দুপুর ১৩.৩০টায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক ব্যক্তি।পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। যার বয়স আনুমানিক ৬০ বছর।
এ সংক্রান্তে হাজারীবাগ থানায় একটি মামলা হয়। মামলা নং-১০, তারিখ-০৪/০১২/২০২০ খ্রিঃ, ধারা -২৭৯/৩৩৮(ক)/৩০৪(খ)।
মৃতদেহের ছবি দেখে কেউ শনাক্ত করতে পারলে অফিসার ইনচার্জ হাজারীবাগ থানা (01713-373136), ডিএমপি বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।