ডিএমপি নিউজ: অজ্ঞাতনামা এক মৃত নারীর পরিচয় জানা আবশ্যক। মৃতের আনুমানিক বয়স ১৯ বছর। গত ১৪ ডিসেম্বর, ২০১৮ তারিখ অনুমান ০০:৩০ টা হতে ভোর ০৬.০০ টায় সীতাকুন্ড মডেল থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ গজ উত্তর পশ্চিমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তাকে পাওয়া যায়।
মৃত মহিলার পরনে লাল রঙের হাতে কাজ করা কামিজ ও পরনে লাল রঙের সেলোয়ার ছিল।
এ সংক্রান্তে সীতাকুন্ড মডেল থানায় মামলা হয়েছে যার নম্বর- ২৩, তারিখ-১৪/১২/২০১৮ ইং। ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে সীতাকুন্ড মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টিঃ) শ্রী সুমন চন্দ্র বনিক (01812665988) অথবা ডিএমপি মিডিয়া (01713-398757) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।