ডিএমপি নিউজ: পিরোজপুরের ইন্দুরকানী থানা এলাকা থেকে একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত মহিলা ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে ইন্দুরকানী থানা পুলিশ।
গত ১৪ জুন ২০২১ তারিখে ইন্দুরকানী থানার সদর ইউনিয়নের কালাইয়া সাকিনের কঁচা নদীর পশ্চিম পাড়ের অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া যায়। মৃত নারীর আনুমানিক বয়স ২০-৩৫ বছর। মৃতার দুই হাতে দুটি লাল চুড়ি, নাকে নাক ফুল ও গলায় তাবিজ বাঁধা ছিলো। এ সংক্রান্তে ইন্দুরকানী থানায় ১৪ জুন, ২০২১ একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। যার নম্বর- ১১।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর ছবি, কাপড়, হাতের বালা, নাক ফুল ও তাবিজ দেখে কেউ শনাক্ত করতে পারলে ইন্দুরকানী থানার তদন্তকারী অফিসার এসআই রফিকুল ইসলাম (০১৭২৪-৮৫০৪৯৪) অথবা অফিসার ইনচার্জ ইন্দুরকানী থানা (০১৩২০-১৫৩২২৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।