ডিএমপি নিউজ: মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা থেকে একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে সিংগাইর থানা পুলিশ।
গত ১৪ জানুয়ারি ২০২২ তারিখে সিংগাইর থানার ওয়াইজনগর চকবাড়ী সাকিনস্থ ওয়াইজনগর হইতে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশ সংলগ্ন খালের পানির মধ্যে হইতে খাকি রংয়ের কার্টুনে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো প্লাষ্টিকের সাদা বস্তায় ভরা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া যায়। মৃত নারীর আনুমানিক বয়স ৩০ বছর। মৃতার পরনে নীল রংয়ের ফুলহাতা গোলগলা গেঞ্জি, লাল রংয়ের সুতি সেলোয়ার, কালো রংয়ের ব্রা ও বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে স্টীলের একটি আংটি পরিহিত ছিল। এ সংক্রান্তে সিংগাইর থানায় ১৪ জানুয়ারি, ২০২২ একটি মামলা করা হয়েছে। যার নম্বর- ২৩।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর ছবি, কাপড় ও আংটি দেখে কেউ শনাক্ত করতে পারলে সিংগাইর থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ আঃ হালিম (০১৭১৬-৩৭৬৬২৫) অথবা অফিসার ইনচার্জ সিংগাইর থানা (০১৩২০-০৯৪৪২৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।