ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় প্রাপ্ত একজন অজ্ঞাতনামা ব্যক্তির (পুরুষ) পরিচয় খুঁজছে পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৮ বছর।
গত ১৭ এপ্রিল, ২০২১ তারিখ ভিকটিম হাতিরঝিল থানার দিলুরোড এলাকায় ভিক্ষাবৃত্তিকালে অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ এপ্রিল, ২০২১ তারিখ তিনি মারা যান। এ সংক্রান্তে হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তিকে দেখে কেউ সনাক্ত করতে পারলে অফিসার ইনচার্জ, হাতিরঝিল থানার (০১৩২০–০৪০৯৪২) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।