ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। যার আনুমানিক বয়স ২০ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম।
গত ০২ জুলাই ২০২২ রাত অনুমান ০০.৩০ টায় পল্টন মডেল থানার গুলিস্থান হল মার্কেটের সামনে অজ্ঞাত এই ব্যক্তি গাড়ির ধাক্কায় গুরত্বর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় পল্টন মডেল থানায় মামলা রুজু হয়।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে মামলা তদন্তকারী অফিসার এসআই মো: নুরুল ইসলামের (০১৯২০-৫৬০৫০৩) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।