ডিএমপি নিউজ: রাজধানীর লালবাগ থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২২ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানা সূত্রে জানানো হয়, গত ১৪ জুন ২০২৩ তারিখ লালবাগ থানার আধাগলির মুখে মোঃ হারুনের চায়ের দোকানের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে টহল পুলিশ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ সংক্রান্তে ডিএমপির লালবাগ থানায় গত ১৪ জুন ২০২৩ একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-৬৮০/২৩।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে লালবাগ থানার তদন্তকারী অফিসার এসআই বীরেন্দ্র চন্দ্র দাস (০১৯২৩-৩৮৫৪৪৬৭) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৮৪৪) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৮৩৭) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।