ডিএমপি নিউজ: একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় প্রয়োজন। তার নাম মোস্তফা ও বয়স আনুমানিক ৪৫ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, গত ৮ জুলাই ২০২৩ রাত ১:৪৫ টায় অজ্ঞাতনামা দুইজন লোক মোস্তফা নামক ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে কর্তব্যরত ডাক্তার মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় গত ১৯ জুলাই একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-০৭/২৩।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে ক্যান্টনমেন্ট থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ জাবেদুল ইসলাম (০১৭২৪-৪৬২৯০৫) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৬৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৫৬) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।