ডিএমপি নিউজ: দুইজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্র জানায়, গত ২৩ আগস্ট ২০২৩ বিকাল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং বিল্ডিং এর সামনে ৩০ বছর বয়সি একজন পুরুষ ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ডিএমসিএইচ এর ওয়ার্ড মাস্টার মোঃ জিল্লুর রহমান তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ০৬:৩৮ টায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শাহবাগ থানায় ২৬ আগস্ট একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নং ১৩৯।
থানা সূত্রে আরো জানানো হয়, গত ৯ আগস্ট সন্ধ্যা ০৬:২০ টায় ৬০ বছর বয়সি অজ্ঞাতনামা একজন নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ডিএমসিএইচ এর ওয়ার্ড মাস্টার আবুল হোসেন তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৫ আগস্ট বেলা সাড়ে বারটায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ২৬ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর ১৩৮।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তিদের ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০–০৩৯৫২৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০–০৩৯৫২০) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।