০৯/১০/১৮ ইং তারিখ বিকাল অনুমান ১৪.৩০ ঘটিকায় ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর ইউপিস্থ রাজনগর সাকিনস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহুরী ব্রীজ নামক স্থানের উত্তর-পশ্চিম পার্শ্বে নদীর কূলে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।
অজ্ঞাতনামা মৃতের বয়স অনুমান ৩০ বছর, পরনে ছিল সাদা কালো চেক শার্ট ও কালো রংয়ের জিন্স প্যান্ট ।তার মুখমন্ডল গোলাকার এবং গায়ের রং শ্যামলা।
এ সংক্রান্তে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়েরী নং-২২৮, তারিখ ০৯/১০/১৮ ইং ।
উক্ত মৃত ব্যক্তির পরিচয় জানলে ফেনী মডেল থানাকে (বোগদাদিয়া তদন্ত কেন্দ্র-০১৭৪৯-৬৯৮০০০) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।