রাজধানীর কাফরুল থানাধীন দক্ষিণ কাফরুল এলাকায় একটি ছেলে শিশুকে পাওয়া গেছে। শিশুটির বয়স ৩ বছর। শিশুটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
শিশুটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট । কুড়িয়ে পাওয়ার সময় শিশুটির পরনে ছিল বাদামী রঙের পাঞ্জাবী ও পায়জামা।
গত ০৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় জনৈক মো. লুৎফর রহমান কাফরুল থানাধীন দক্ষিণ কাফরুল আইসক্রিম ফ্যাক্টরির মোড়ে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে শিশুটিকে নিজ হেফাজতে নেন এবং পরে তিনি শিশুটিকে কাফুরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
কাফরুল থানা সূত্রে জানা যায়, শিশুটি তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে শিশুটির আত্মীয়-স্বজনের খোঁজখবর না পেয়ে থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ সংক্রান্তে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং-৬৮৬, তারিখ-০৮/০২/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুটির পরিবারের সন্ধান জেনে থাকলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নাম্বারে ০২-৪১০২৪৮৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।