গত ১২ নভেম্বর, ২০১৮ খ্রিঃ বিকাল ১৬.২৫ টায় বায়োজিদ বোস্তামী থানার অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের শাহ আমানত জামে মসজিদ ঈদগাহ মাঠের দক্ষিণ পূর্ব কোনায় রাস্তার ফুটপাতের উপর ফ্লাইউড এর তৈরি বাক্সের মধ্যে একজন অজ্ঞাতনামা পুরুষের মৃত দেহ উদ্ধার করে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানা।
উক্ত মৃত ব্যক্তির বয়স অনুমান ৫০ বছর। মৃত ব্যক্তির গায়ে ছাই রংয়ের উপর হালকা হলুদ রংয়ের প্রিন্ট ফুলহাতা পাঞ্জাবী, সাদা গেঞ্জি ও পরনে সাদা পায়জামা পরিহিত ছিল। মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৩ ইঞ্চি, মাথায় কাঁচা পাকা চুল ও মুখে কাঁচা পাকা দাড়ি আছে। গায়ের রং শ্যামলা।
মৃত ব্যক্তির ছবি দেখে কেউ শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, বায়োজিদ বোস্তামী থানা (০১৭১৩৩৭৩২৬২) সিএমপি বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।