ফ্রান্সে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত ও গুরুতর আহত হয়েছে আরো ১২ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় দেশটির স্ট্রাসবার্গ শহরে পিকচারস্কিউ ক্রিসমাস মার্কেটের কাছে অজ্ঞাত এক বন্দুকধারী আকস্মিক গুলি চালায়। এতে তৎক্ষণাৎ ৩ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ওই বন্দুকধারী হামলার পর পালিয়ে গেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টফি কাস্টানার বলেন, হামলাকারীকে গ্রেপ্তারে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পুরো দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।