ডিএমপি নিউজ: হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় প্রাপ্ত একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত মহিলার পরিচয় খুঁজছে পুলিশ।
গত ১১ মার্চ, ২০২১ বিকাল ৪.৩০ টায় মাধবপুর থানার বুল্লা ইউনিয়নের রামপুরা গ্রামের খোরদর নদীর পশ্চিম পাড়ে অজ্ঞাতনামা মহিলার এ লাশ পাওয়া যায়।
মৃত মহিলার আনুমানিক বয়স ২০/২৫ বছর। তার গায়ে ছিল হলুদ চেক জামা, হলুদ ওড়না ও কালো পায়জামা। মৃত দেহটি ছিল সম্পূর্ণ পচাঁ ও ক্ষত-বিক্ষত। গলায় গামছা ও নাইলনের রশি দ্বারা বাধাঁ ছিল। ধারনা করা হচ্ছে, অজ্ঞতানামা লোকেরা তাকে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়। পরে অজ্ঞাত মহিলার মৃতদেহটি উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।
এ সংক্রান্তে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নম্বর–২০, তারিখ–১২ মার্চ, ২০২১ খ্রিঃ।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার ছবি ও পরনের থাকা কাপড়-চোপর দেখে কেউ সনাক্ত করতে পারলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০–১১৮৮০৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।