ডিএমপি নিউজ: রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৮ বছর। উক্ত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে থানা পুলিশ।
ডিএমপির খিলগাঁও থানা সূত্রে জানানো হয়, ১০ মে ২০২২ সকাল ০৯:৩০ টায় খিলগাঁও থানার মডেল স্কুল ও জোড়া পুকুর মাঠের পাশে পরিত্যাক্ত কমিউনিটি সেন্টারের সামনে একটি মৃতদেহ দেখে এলাকাবাসী খিলগাঁও থানা পুলিশকে অবহিত করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনুসঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে। কিন্তু মৃতদেহটি অজ্ঞাতনামা হওয়ায় তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি।
মৃত দেহের পরনে গোলাপী রঙের ছাপা প্রিন্টের কামিজ ও গোলাপী রঙের সেলোয়ার পরিহিত ছিল। এ সংক্রান্তে ১০ মে ২০২২ ডিএমপির খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নম্বর ১৫।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে খিলগাঁও থানার তদন্তকারী অফিসার এসআই বাবলুর রহমান (০১৭৩৪-৩৩৭৩৭১) অথবা অফিসার ইনচার্জ খিলগাঁও থানা (০১৩২০-০৪০২১৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।