ডিএমপি নিউজ: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ২০/২৫ বছর। মৃতদেহের পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ৬ নম্বর সেক্টর এলাকার ওয়াসার ম্যানহোলের ভিতরে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়।
এ সংক্রান্তে আজ বুধবার (১০ জানুয়ারি) দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-৯।
ছবিতে প্রদর্শিত মৃতদেহের ছবি ও পোশাক দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা (০১৩২০–০৮৯৪৮১) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সেলিম সিকদার (০১৭৮৫-৮০৭৮৩১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।