একজন অজ্ঞাতনামা মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহআলী থানা পুলিশ। মৃত নারীর বয়স ৩৫ বছর।
শাহআলী থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ খ্রি. সকাল ০৭:০০ ঘটিকায় শাহআলী থানার ০১নং রোডের উত্তর বিশিল কুসুমবাগ এলাকার একটি বাড়ীর সামনে তোষকে মোড়ানো হাত-পা বাধা অবস্থায় একজন অজ্ঞাতানামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহআলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) (০১৩২০-০৪১১৫০), ডিউটি অফিসার (০১৩২০-০৪১১৫৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১৫০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।