একজন অজ্ঞাতনামা মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মৃত নারীর বয়স ৬৫ বছর।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:৩০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্ত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে, যার নং-১৬০০ ।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) (০১৩২০-০৩৯৫২১), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।