ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী থানা এলাকায় একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে ওয়ারী থানা পুলিশ।
ওয়ারী থানা সূত্রে জানানো হয়, আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ওয়ারী থানার স্বামীবাগ র্যাব অফিসের সামনে হানিফ ফ্লাইওভার এর নিচে একজন নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। অত্র থানার নারী এসআই খালেদা আক্তার সাথী ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
মৃত নারীর আনুমানিক বয়স ৫০ বছর। এ সংক্রান্তে ডিএমপির ওয়ারী থানায় আজ অপমৃত্যু মামলা রুজু হয়েছে, যার নম্বর-৪/২৪।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা ও পরনে থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে ওয়ারী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৬২১) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।