ডিএমপি নিউজ: নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা এলাকায় প্রাপ্ত একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫.০০ টায় সোনাইমুড়ি থানার আমিশা পাড়া ইউনিয়নের মানিক্যনগর বাছাইরগাঁও গ্রামের খন্তাকাটা খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির এ লাশ পাওয়া যায়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। এ সংক্রান্তে সোনাইমুড়ি থানায় একটি মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড়-চোপর দেখে কেউ সনাক্ত করতে পারলে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্স, ঢাকার (০১৩২০–০৩৬৯৯৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।