ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রাস্তার উপর একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গত ২১ মে, ২০২১ রাত ৮:৩০ টায় যাত্রাবাড়ী থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং সাইনবোর্ড বাঁশপট্টিস্থ মারকাজুত তাহফিজ মাদ্রাসা ও মসজিদ এর বিপরীত পাশে রাস্তার উপর অজ্ঞাতনামা এ ব্যক্তির লাশ পাওয়া যায়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৮ হতে ৩২ বছর হবে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম,পিপিএম(বার) জানান, অজ্ঞাতনামা এ ব্যক্তিকে ডান পায়ে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় একজন অটো চালক দেখতে পেয়ে চিকিৎসার জন্য কিউর হাসপাতালে নিয়ে যান। উক্ত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিদ্ধিরগঞ্জ থানার প্রো-একটিভ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক ছুরি বা ধারালো কোন অস্ত্র দিয়ে পায়ে জখম করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা (০১৩২০–০৪০৫০৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।