ডিএমপি নিউজ: রাজধানীর সূত্রাপুর থানার বাংলাবাজার কম্পিউটার মার্কেট এলাকায় আরমান আলী নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে সূত্রাপুর থানা পুলিশ।
সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রহমান জানান, গত ২৪ মে, ২০২১ সকাল ৯:৩০ টায় বাংলাবাজার কম্পিউটার মার্কেটের শ্রী শ্রী ঢাকেশ্বরী বাসনালয় দোকানের সামনে আরমান আলীর লাশ পাওয়া যায়।
তিনি বলেন, মৃত আরমান আলী ৪৩ নং বাংলা বাজার এলাকায় ফুটপাতে পুরাতন জুতার ব্যবসা করতেন। এ ঘটনায় সূত্রাপুর থানায় অপমৃত্যু মামলা ( মামলা নং ০৪ তারিখ ২৬ মে, ২০২১) রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, সূত্রাপুর থানা (০১৩২০–০৩৯৯৪৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।