ডিএমপি নিউজ: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত ব্যক্তির পরিচয় খুঁজছে আড়াইহাজার থানা পুলিশ।
গত ১৮ জুন, ২০২১ সকাল ৮.২৫ টায় আড়াইহাজার থানার ছনপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬৫ বছর। এ সংক্রান্তে আড়াইহাজার থানায় একটি মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে আড়াইহাজার থানার তদন্তকারী অফিসার এসআই সজিব আহমেদ (০১৯১৪-৪৫০৯৩১) নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।