ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া জানান, গত ২২জুন, ২০২১ (মঙ্গলবার) অজ্ঞাতনামা মৃত ব্যক্তিকে কাওরান বাজার এলাকা হতে উদ্ধার করা হয়। আশেপাশে এলাকায় খোজাখুজি করে আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায় নি। পরবর্তী সময়ে সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ২২জুন, ২০২১ তেজগাঁও থানায় জিডি হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, তেজগাঁও থানা (০১৩২০–০৪০৮০২) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।