ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর ডিএমপি নিউজকে জানান, গত ২৩ আগস্ট, ২০২১ তারিখ সকাল ০৭:৩০ টায় কদমতলী থানার নতুন আলী বহর ইউনাইটেড কাটিং মিলস এর সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ সংক্রান্তে ২৫ আগস্ট , ২০২১ কদমতলী থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নম্বর ৭০।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, কদমতলী থানা (০১৩২০–০৪০৫৬৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।