ডিএমপি নিউজ: রাজধানীর মুগদা থানা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে মুগদা থানা পুলিশ।
মুগদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ পিপিএম ডিএমপি নিউজকে জানান, সোমবার (২১ আগস্ট ২০২৩) মুগদা থানার মুগদা ৫০০ শয্যা হাসপাতালের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তব্যরত থানা পুলিশ। উক্ত অজ্ঞাতনাম ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার উক্ত ব্যক্তিকে মৃত ঘোষনা করেন।
এ সংক্রান্তে ডিএমপির মুগদা থানায় ২১ আগস্ট, ২০২৩ একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর-২৬।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে মুগদা থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোঃ আব্দুর মান্নান (০১৯১৫-৭৯০৩৯৩) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।