এক অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ। উক্ত ব্যক্তি গত ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০ টায় বাংলাদেশ ব্যাংকের ১নং গেইটের উত্তর পাশে ফুটপাতের উপর অসুস্থ, বাকশূণ্য অবস্থায় পড়ে থাকে। ওই বৃদ্ধের বয়স অনুমান ৬০ বছর। মোবাইল ডিউটিতে থাকা এএসআই মোঃ জহুরুল ইসলাম তাকে সুচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
উক্ত বৃদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ, ২০১৮ সকাল ১০:০০ টায় মারা যান।
এ ঘটনায় ১৪ মার্চ, ২০১৮ ডিএমপি’র মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১০০৮।
যদি কোন সহৃয়বান ব্যক্তি এই ব্যক্তিকে সনাক্ত করতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ থানা বা ডিএমপি মিডিয়া (01713-398757) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।