একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স ৬৫ বছর।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বেলা ১৫:১০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্ত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে, যার নং-১৬০৫ ।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) (০১৩২০-০৩৯৫২১), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।