ডিএমপি নিউজঃ রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- আরিফ হোসেন, সেন্টু মিয়া, মোঃ মামুন, চাঁন মিয়া ও আসাদুল ইসলাম ওরফে আসাদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ২০টি LOZICUM Lorazepam ট্যাবলেট, ১টি Power Plus herbal Pain Killer তরল স্প্রে, ২টি পাগলা মলমের কৌটা ও ১ প্যাকেট মরিচের গুড়া উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট ২০২২) বিকাল ০৪:৪৫ টায় শাহবাগ থানার বাংলাদেশ শিশু একাডেমীর গেইটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম (বার), পিপিএম ডিএমপি নিউজকে জানান, কতিপয় ব্যক্তি শাহবাগ থানার বাংলাদেশ শিশু একাডেমীর গেইটের সামনে সাধারন মানুষের নিকট হতে সর্বস্ব হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চেতনানাশক অজ্ঞান করার ট্যাবলেট ও মলমসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরিফ, সেন্টু, মামুন, চাঁন মিয়া ও আসাদুলকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজে অবস্থান করে যাত্রীবাহী বাসে যাত্রী বেশে উঠে। পরবর্তী সময়ে অত্যন্ত সুকৌশলে টাগের্টকৃত যাত্রীদের চেতনা নাশক উপাদান প্রয়োগ করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের শাহবাগ থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।