ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার) অবসরোত্তর ছুটিতে গমন করায় বিদায় সংবর্ধনা দেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।
আজ ১ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ড. মোঃ মইনুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতিও শ্রদ্ধা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিদায়ী অতিরিক্ত আইজিপি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার) বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভাল করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার)কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন ডিএমপি কমিশনার।
বিদায়ী অতিরিক্ত আইজিপি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার) এর সমৃদ্ধ ভবিষ্যত কামনা করে তার হাতে স্মৃতি স্মারক তুলে দেন ডিএমপি কমিশনার।
বিদায়ী অতিরিক্ত আইজিপি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার) ১৯৬৩ সালের ৯ আগস্ট সাতক্ষীরা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (অর্থ)সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালের ২৪ ডিসেম্বর থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে পদোন্নতি পান।
বিদায়ী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম(বার) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।