ডিএমপি নিউজঃ ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বাস টার্মিনালসহ অন্যান্য স্থানে থাকছে ভিজিল্যান্স টিম।
আজ বেলা ১২ টায় মহাখালী বাস টার্মিনালে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ একথা বলেন।
তিনি আরও বলেন- আমরা প্রতি বছরের ন্যায় এবারও ঘরমুখী মানুষের ঈদে বাড়ি ফেরা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। পুলিশ, র্যাব ও মালিক শ্রমিকদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হবে। এ টিম অতিরিক্ত গাড়ি ভাড়া কেউ নিচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে। প্রতিটি কাউন্টারে গাড়ি ভাড়ার তালিকা প্রকাশ্যস্থানে ঝুলিয়ে রাখতে হবে। কোন অবস্থায় অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
এসময় ডিএমপি কমিশনার প্রধান অতিথির বক্তব্যে বলেন- অতিরিক্ত ভাড়া আদায়ে মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞা আছে। যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। ঈদকে উৎসবমুখর করতে আমাদের যার যার যে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করতে হবে। সবক্ষেত্রে চাই ঐক্য, চাই সমন্বিত প্রয়াস। এই বাংলাদেশ আমাদের গর্ব আমাদের অহংকার।