দামেস্ক সফররত তিউনিশিয়ার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার জনগণের প্রশংসা করে বলেন, জনগণ তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম বন্ধ করার অনুমতি সন্ত্রাসীদেরকে দেয়নি।
সিরিয়া সফররত তিউনিশিয়ার জেনারেল লেবার ইউনিয়ন বা ইউজিটিটি’র একটি প্রতিনিধিদল সোমবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, তিউনিশিয়ায় ইসলামি জাগরণের সূচনা হয়েছিল বলে দেশটির প্রতিনিধিদলের এ সফর বিশ্ববাসীর জন্য অন্যরকম বার্তা বহন করবে।
এ সময় তিউনিশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা বলেন, তারা সিরিয়ার জনগণের প্রতি তাদের সমর্থন জানানোর জন্য দামেস্ক সফরে এসেছেন। তারা বলেন, সিরিয়ার জনগণ তাদের নেতা ও সেনাবাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের পথে রয়েছে দামেস্ক।
তিউনিশিয়ার লেবার ইউনিয়েনের সহকারী সেক্রেটারি জেনারেল বু আলী মুবারকি বলেন, সিরিয়া সরকার পশ্চিমাদের শিখিয়ে দেয়া বুলি আওড়ায় না বলে এই সরকারকে উৎখাত করতে চেয়েছিল পাশ্চাত্য। কিন্তু পশ্চিমাদের সে প্রচেষ্টা সফল হয়নি।