ডিএমপি নিউজঃ আজ বিকাল সাড়ে তিনটায় রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে ‘আন্তঃভলিবল (নারী/পুরুষ) চ্যাম্পিয়ন ২০১৭’ এর ফাইনাল ম্যাচ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের ‘আন্তঃভলিবল (নারী/পুরুষ) চ্যাম্পিয়ন ২০১৭ এর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে নারী বিভাগে সবুজ দল ও লাল দল এবং পুরুষ বিভাগে ট্রাফিক-দক্ষিণ বিভাগ ও পিওএম-পশ্চিম বিভাগ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয় সবুজ দল এবং পুরুষ বিভাগে ট্রাফিক-দক্ষিণ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
খেলায় পুরুষ বিভাগে ২৫-১৬ ও ২৫-১৮ পয়েন্টে দুটি সেটই জয় লাভ করে ট্রাফিক-দক্ষিণ বিভাগ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন নারী বিভাগে ছাবিনা ইয়াসমিন এবং পুরুষ বিভাগে কিশোর।
পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে কমিশনার সকল খেলোয়াড়দের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নারী খেলোয়াড়দের খেলার মান অনেক ভাল। জাতীয় ভলিবল টিমে আমাদের ডিএমপি নারী খেলোয়াড় রয়েছে যা আমাদের টিম ডিএমপিকে গর্বিত করে।
নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরির প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলোয়াড়দের মধ্যে বেশি বেশি খেলার আয়োজন করতে হবে এবং ভাল ভাল খেলোয়াড় তৈরি করতে হবে যারা টিম ডিএমপি’র জন্য সম্মান বয়ে আনবে।
কমিশনার বলেন, অদম্য, হার না মানা, অপ্রতিরোধ্য মনোভাব টিম ডিএমপি’র মধ্যে আছে। এই মান ধরে রাখতে হবে।
বিজয়ী টিমের উদ্দেশ্যে তিনি বলেন, যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা যোগ্যদল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। আর যারা পারেনি তারা ভবিষ্যতে আরো ভাল খেলবে এই প্রত্যাশা করি।