অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পুরাতন কাপড় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুল্লাহ্ আল মামুন বিশ্বাস(২৫)।
গোয়েন্দা উত্তর বিভাগ সূত্রে জানানো হয়, ৯ আগস্ট, ২০১৯ বেলা পৌনে পাঁচটায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারের সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মামুন জানায়, সে ও তার পলাতক সহযোগীরা ইন্টারনেটে Fashion Collection এবং Family Fashion ফেইসবুক পেইজে অনলাইনে কেনা-কাটার জন্য লোভনীয় চটকদার বিজ্ঞাপন দিত। সেইসব লোভনীয় বিজ্ঞাপন দেখে কেউ কিনতে চাইলে অর্ডার পেমেন্ট করার পর নিম্নমানের পুরাতন কাপড় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতো। এরপর ক্রেতা মোবাইলে যোগাযোগ করলে পরিবর্তে নতুন কাপড় পাঠানোর কথা বলে মোবাইল নম্বরটি বন্ধ করে রাখতো। এভাবে তারা একের পর এক প্রতারণা করে যেত।
গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।