ডিএমপি নিউজ: অনলাইন গেম ফ্রি ফায়ার ও পাবজি খেলার সঙ্গীদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগ। গ্রেফতারকৃতের নাম তাসিউর রহমান শিশির।
ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফউল্লাহ্ পিপিএম ডিএমপি নিউজকে বলেন, ভিকটিমের সাথে তাসিউর রহমান শিশিরের প্রায় এক বছর আগে ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয় হয়। এরপর তাসিউর রহমান শিশির কৌশলে ভিকটিমের ইনস্টাগ্রাম আইডি নেয়। একপর্যায়ে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। পরে তার সাথে দেখা করার এবং কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাসিউর রহমান শিশির ভিকটিমের ভিডিও ইনস্টাগ্রামের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ডিবির এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় গত ৫ ডিসেম্বর খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি সাইবারের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গতকাল সোমবার গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাসিউর রহমান শিশিরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে আপত্তিকর ভিডিও পাওয়া যায়।
গ্রেফতারকৃত তাসিউর রহমান শিশিরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবির এ পুলিশ কর্মকর্তা।