করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন পর সামাজিক দূরত্ব বজায় রেখে একা একা অনুশীলন করছেন বার্সেলোনার ফুটবলাররা। ধুয়েমুছে জীবাণুমুক্ত করা হয়েছে খেলোয়াড়দের গাড়ি। লা লিগা সভাপতি জাভিয়ের তাবাস আশা করেন, ১২ জুন থেকে শুরু হবে লিগ। এদিকে, মাঠে ফিরতে মরিয়া বুন্দেসলিগার দল বায়ার লেভারকুসেন গোলকিপার লুকাস রেদেকি।
খেলায় ফিরতে শুরু থেকে মরিয়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিয়ম মেনে সবকিছু করছে কাতালান ক্লাবটি। ফুটবলারদের ফেরার পর কোয়ারেন্টাইন, করোনা টেস্ট। তারপর সব সুরক্ষা নিশ্চিত করে শুরু হয় অনুশীলন।
খেলোয়াড়দের দেখা গেছে একা একা অনুশীলন করতে। এমনকি ঝুঁকি এড়াতে একেকজন মাঠের একেক অংশে অনুশীলন করেছেন। ১২ জুন থেকে আবারো শুরু হতে পারে লা লিগা। এমন একটা লক্ষ্যের কথা জানিয়েছেন, লিগ সভাপতি জাভিয়ের তাবাস। সেজন্য, অল্প অল্প করে হলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানরা।
এদিকে, বুন্দেস লিগার ক্লাবগুলোও খেলায় ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বায়ার লেভারকুসেন গোলকিপার জানিয়েছেন, তাদের পুরো দল খেলতে মরিয়া হয়ে আছে। কিভাবে এখন সবাই অনুশীলন করছে সে অভিজ্ঞতাও বর্ণনা করেন লুকাস রেদেকি। রেলিগেশন এড়ানোর জন্য লড়বে ওয়ের্ডার বেম্রেন।