ডিএমপি নিউজঃ আজ ৩০ মার্চ, ২০১৯ বৃহস্পতিবার রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০১৯। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর পর্যায় ক্রমে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
ইভেন্ট শেষে প্রধান অতিথি ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান । তিনি বলেন ,আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তিনি উপভোগ করেছেন ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যেকার আনন্দ তাঁর হৃদয় ছুঁয়েছে । কিছুক্ষণের জন্য তিনি বাল্যকালের স্মৃতিতে ফিরে যান । বিশেষ করে যখন মোরগ লড়াই ও বস্তা দৌড় অনুষ্ঠিত হয় ।
তিনি আরও বলেন, আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের মাঝেই বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে খুঁজে পাওয়া যায় ।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ। আগামীতে তোমাদের হাতেই চলবে দেশ। সেজন্য তোমাদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বন্ধু নির্বাচনে তোমাদের সতর্ক থাকতে হবে। মাদক থেকে দূরে থাকবে এবং ট্রাফিক আইন মেনে চলবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ শাহাব উদ্দীন কোরেশী ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দসহ পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।