সাফ অনূর্ধ্ব–১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রথমে তিন গোলে পিছিয়ে থাকার পরও দারুণভাবে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ যুব দল। শক্তিশালী ভারতকে তারা হারিয়ে দিয়েছে ৪–৩ গোলে।
আজ সোমবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল শুরু থেকে ছিল অনেকটা ব্যাকফুটে। ম্যাচের প্রথমার্ধেই খেয়ে বসে তিন গোল। এর পর দ্বিতীয়ার্ধে অন্য রূপে দেখা যায় লাল–সবুজের বাংলাদেশ দলকে। বিরতির পর তারা শুধু তিন গোলই শোধ করেনি, শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মেতেও উঠে।
চাংলিমিথাং স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের জয়ে জোড়া গোল করেন জাফর আবদুল্লাহ। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।