স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধ দমনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশ জীবন বাজি রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করছে।
তিনি বলেন, আগের যে কোন সময়ের তুলনায় পুলিশ দক্ষ ও শক্তিশালী হয়ে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, পুলিশের আবাসন সমস্যা সমাধানের জন্য দেশে ১০১টি উপজেলায় নতুন করে থানা ভবন নির্মাণ করা হবে। এতে করে তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ, নারী সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান।