ডিএমপি নিউজঃ নিয়মিত পুলিশের মোবিলিটি বাড়ানোর মাধ্যমে অপরাধীর উপর কার্যত নিয়ন্ত্রন আনা সম্ভব। অপরাধ নিয়ন্ত্রনে সবচেয়ে প্রথমে দরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধি। সক্ষমতা বৃদ্ধির বিকল্প অন্য কিছু নেই। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে নিজ কার্যালয়ে আজ ২৯ জানুয়ারি’১৮ বিকাল সাড়ে ৪ টায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ডিএমপিকে দুইটি নতুন হাইএস মাইক্রোবাস উপহার দেয়। অপরাধ নিয়ন্ত্রনে এই দুইটি মাইক্রোবাস ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) ব্যবহার করবে।
গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মোঃ হাসান আহমেদ ও ম্যানেজিং ডিরেক্টর বি এম ইউসুফ আলীসহ ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিএমপি কমিশনার বলেন- পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সাথে ডিএমপি’র রয়েছে দীর্ঘ দিনের ভালো সম্পর্ক। এই গাড়ি দুইটির কারণে ডিবি পুলিশের সক্ষমতা, মোবিলিটি অনেক বৃদ্ধি পাবে। যা সরাসরি জননিরাপত্তা বিধানে ভূমিকা রাখবে। আপনাদের মত দায়িত্বশীল সংস্থা আছে বলে আমরা এগিয়ে যাচ্ছি। ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে ডিবি নিরলসভাবে কাজ করছে। এই গাড়ির মাধ্যমে ডিবি’র কাজের গতি অনেক বৃদ্ধি পাবে।
পপুলার লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান বলেন- পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় পুলিশের পাশে থাকার চেষ্টা করি। দেশের শান্তি শৃংখলা প্রতিষ্ঠা ও নিরাপত্তার স্বার্থে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড কে আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।