অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার নিকট অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দুইজনকে আটক করেছে ডিবি, ওয়ারী বিভাগ। এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভিকটিম মোঃ মুছা শিকদার (২৮) ও তার সহযোগী মোঃ পারভেজ (২০) কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুর ১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মোঃ মুছা শিকদার (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় তার ভাই মাহাবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি হারানো জিডি করেন। সেই হারানো জিডির ছায়া তদন্ত করে আজ সোমবার (১১ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে মোঃ মুছা শিকদার ও তার সহযোগী মোঃ পারভেজকে আটক করে ডিবি ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরো জানানো হয়, মোঃ মুছা শিকদার নারায়নগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করে। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার নিকট থেকে সেই টাকা যোগাড় করার জন্য মোঃ মুছা শিকদার নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়। পরবর্তীতে তার পরিচিত জনৈক মোঃ পারভেজকে দিয়ে তার বাবার নিকট টাকা চাইতে থাকে এবং হুমকি দেয় যে, টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে। এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার আসল রহস্য উদঘাটন করে গোয়েন্দা, ওয়ারী বিভাগ এবং আজ ওয়ারী এলাকা থেকে তাদের দুইজনকে আটক করে হেফাজতে নেয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।