লক্ষ টাকা মুক্তিপনের জন্য সংঘটিত অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ২১ মাসের অপহৃত শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর থানা। একই সাথে এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মামলার এজাহারের মাধ্যমে জানা যায়, মামলার বাদী এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আহমেদ (৩৪) এর ২১ (একুশ) মাসের শিশু সন্তান মোঃ জুবায়ের হোসেন ১ নভেম্বর বেলা ০২.০০ টা থেকে ০৩.০০ টার মধ্যে সূত্রাপুর থানার ৪নং রঘুনাথ দাস লেনের “ল” চেম্বার থেকে অপহৃত হয়।
ঐদিন বেলা আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় সবুজ হাওলাদার নামে এক ব্যক্তি অপহৃত শিশুর পিতা এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আহমেদকে মোবাইল ফোনের মাধ্যমে জানান, “আপনার ছেলেকে জীবিত পাইতে হইলে মুক্তিপণ হিসাবে এক লক্ষ টাকা বিকাশে পাঠাইতে হইবে”।
উক্ত সবুজ হাওলাদার বাদী এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আহমেদ এর মক্কেল । সে পরিকল্পনা উক্ত “ল” চেম্বারে অপর একজন আঁখি আক্তার ওরফে লাকিকে নিয়ে এসেছিল।
উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পর সূত্রাপুর থানার উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে একটি দল মামলার রহস্য উদঘাটনে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তী সময়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ২ নভেম্বর বেলা ০৩.০০ টায় গাজীপুরের জয়দেবপুর থানার শরিফপুরের মধ্যেপাড়া এলাকা থেকে ২১ (একুশ) মাসের শিশু জুবায়েরকে উদ্ধার করে।
এই অপহরণ চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আঁখি আক্তার ওরফে লাকি (১৯) ও মোঃ কুতুব উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার অপর অভিযুক্ত সবুজকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।