ডিএমপি নিউজ: অপহরণের পাঁচ মাস পর অপহৃত অপু দাস (২২) কে নোয়াখালী থেকে উদ্ধার ও অপহরণকারী মোঃ আনোয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা পশ্চিম বিভাগ।
গত ১৭ জুন, ২০১৮ দুপুর ১২.২৫ টায় ভিকটিম তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে শেওড়াপাড়াস্থ বাসা থেকে বের হয়। কর্মস্থল থেকে বাড়ি ফিরে না আসলে তার পরিবার মিরপুর মডেল থানায় ১৮ জুন, ২০১৮ তারিখে একটি নিখোঁজ জিডি করে। এই জিডি তদন্ত করে দেখা যায় ভিকটিম অপু দাসকে মোঃ আনোয়ার অপহরণ করে নিয়ে গেছে। এ সংক্রান্তে ২৫ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে মিরপুর মডেল থানায় একটি অপরহণ মামলা রুজু হয়।
অতঃপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের মিরপুর জোনাল টিম নিখোঁজের পাঁচ মাস পর তথ্য প্রযু্ক্তির সহায়তায় নোয়াখালী থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে।